নতুন বছরে সাকিব-তামিম-মিরাজদের চাওয়া

সাফল্য-ব্যর্থতার অসংখ্য গল্প লিখে বিদায় নিয়েছে ২০২২। এসেছে ২০২৩। নতুন বছরে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশি ক্রিকেটারদের। টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুকে তার ফ্যান-ফলোয়ারদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। সাকিব লিখেছেন, ‘নতুন বছর যেন আমাদের মাঝে ভালোবাসা, হাসি-আনন্দ, উন্নতি আর সুস্বাস্থ্য নিয়ে আসে।’

উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহীমের চাওয়া, ‘নতুন বছর আপনার এবং আপনার প্রিয়জনের জন্য অনেক আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি। সর্বশক্তিমান আল্লাহর কাছে নতুন একটি বছরের জন্য আমি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।’

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের স্ট্যাটাস, ‘সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক সবার।’
অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, ‘নতুন বছর আমাদের জন্য উষ্ণতা, ভালোবাসা নিয়ে আসুক। আমাদের ইতিবাচক গন্তব্যের দিকে ধাবিত করুক।’

২০২২ সালটা দারুণভাবে শেষ করেছেন মেহেদী হাসান মিরাজ।

নতুন বছরে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে চান এই স্পিন অলরাউন্ডার। ফেসবুকে মিরাজ লিখেছেন, ‘অন্যান্য বছরগুলোর মতো এই বছরটাও বেশ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। সবসময় চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিতে। ধন্যবাদ আমার সকল টিমমেট, কোচিং স্টাফসহ সংশ্লিষ্টদের। দেশের সব ক্রিকেটপ্রেমীদের ধন্যবাদ, প্রতি মুহূর্তে পাশে থাকার জন্য। বরাবরের মতোই আমার বড় শক্তির জায়গা আপনারা। দিনশেষে ২২ গজে দেশকে প্রতিনিধিত্ব করে কিছু অর্জনের অংশ হতে পারা সবসময় গৌরবের। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। লক্ষ্য থাকবে নতুন বছরেও দেশকে আরও ভালো কিছু উপহার দেওয়া।’