মোদি – অমিত শাহ সম্পর্কে নমনীয় হচ্ছেন মমতা, বিরোধীদের তোপ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে কি নমনীয় হছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়?
মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক আচরণ তারই পরিচয় বহন করছে বলে বিশেষজ্ঞদের ধারণা। পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে কলকাতার নবান্নর চোদ্দ তলায় অমিত শাহ এর সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের ১৬ মিনিটের বৈঠক কিংবা বিধানসভায় রাজ্যে সিবিআই কিংবা ইডি হানার পিছনে প্রধানমন্ত্রী আছেন, এই ধারণার বিরুদ্ধে মমতার মত প্রকাশ করাটাকেই এই বিষয়ের প্রমাণ হিসেবে দাখিল করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাফ বক্তব্য, দেশের কাঠামোয় একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর দেখা হওয়াটা সাধারণ ঘটনা। এতে রাজনীতির প্রলেপ না দেয়াই ভালো। বিরোধী দলগুলি অবশ্য তোপ দাগছে। কংগ্রেস ও সি পি এমের মতে, মুখ্যমন্ত্রী পাওনা আদায়ের জন্য ছল করছেন। কংগ্রেস সামনে আনছে মোদিভাই – দিদিভাই তত্ত্বটি। বিজেপির সাফ বক্তব্য, এই ঘটনাগুলিতে পাত্তা না দেয়াই সুবিবেচক এর কাজ। এরইমধ্যে ৩০ ডিসেম্বর ফের কলকাতায় মুখোমুখি হচ্ছেন মোদি ও মমতা। রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর এখন সেদিকেই।