রেল পরিবার সুহৃদ সংসদ আয়োজিত পুরস্কার বিতরণ

৭১ এর মুক্তিযুদ্ধের উপরে শিশু-কিশোরদের মন থেকে উঠা স্মৃতিগুলো তুলির আচরের মাধ্যমে ফুটিয়ে তুলে দেশ প্রেমের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে মুক্তিযোদ্ধাদের কাছে তা গর্বের এবং গৌরবের। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস তুলে ধরে তাদেরকে দেশ প্রেমের প্রতি এগিয়ে আসতে হবে। ৭১ সালে সমাজের উচ্চবিত্তের চেয়ে মধ্যবিত্তের ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখ্য যোগ্য। পাকহানাদার বাহিনীদের অত্যাচার চলাকালীন অবুঝ শিশু-কিশোররাও আমার মত অনেক গেরিলা মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়ে মুক্তিযুদ্ধকে স্বার্থক করে ছিল। আল বদর রাজাকার বাহিনীরা মুক্তিযোদ্ধাদের খুজতে গিয়ে অনেক শিশু-কিশোরকেও নির্যাতন করেছে তবুও তাড়া মুক্তিযোদ্ধাদের লুকিয়ে থাকা গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়নি। রেল পরিবার সুহৃদ পরিবার আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ গবেষনা পরিষদের চেয়ারম্যান ও ইতিহাস লেখক বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর পলোগ্রাউন্ডস্থ ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট কার্যালয়ে সংগঠনের আহবায়ক সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান, সংগঠনের সদস্য সচিব রিজওয়ানুর রহমান খান, অধ্যাপক নোমান ছিদ্দিকী, মোঃ আমির হোসেন, ফেরদৌস খান, এ.কে.এম আইয়ুব, আবদুল হান্নান হীরা, মোঃ আবু ইউসুফ শামীম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ করেন সাবরিনা জান্নাত ফাতিমা। অনুষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় ক/খ-বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী সহ মোট ৪০জন অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদান করা হয়।