দক্ষিণ আফ্রিকায় হাসপাতালের সামনে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পশ্চিমে পথ চলতি গ্যাস ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। হাসপাতালের সামনে এই বিস্ফোরণের জেরে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। ভয়ঙ্কর ফুটেজে দেখা গেছে লোকেরা সাহায্যের জন্য চিৎকার করছে । বিস্ফোরণে মোট ২৭ জন আহত হয়েছেন। তরল পেট্রোলিয়াম গ্যাস বহনকারী ট্রাকটি একটি নিচু সেতুতে আঘাত করার পর বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বেশ কয়েকজন লোক গুরুতরভাবে পুড়ে গেছে। একটি স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, মানব শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ আশেপাশের রাস্তায় ছড়িয়ে পড়েছিল। নিউজ চ্যানেল সিটিজেন জানিয়েছে, ওআর টাম্বো হাসপাতাল থেকে কয়েক মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পর কয়েক ডজন লোক হাসপাতালের বাইরে সাহায্যের জন্য চিৎকার করতে করতে বেরিয়ে আসেন । স্থানীয় অ্যাম্বুলেন্স পরিষেবা এমের-জি-মেডের মুখপাত্র কাইল ভ্যান রেনেন বলেছেন, গুরুতর আহতদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন।

অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। গায়ে আগুন লেগে যাবার পর জ্বালা মেটাতে একজন ব্যক্তিকে ঘাসের ওপর গড়াগড়ি খেতেও দেখা গেছে। ঘটনার ফুটেজে রেলওয়ে স্ট্রীট ব্রিজের নিচে ট্রাকটিতে আগুন লাগা অবস্থায় দেখা গেছে। তারপর পুরো ট্যাঙ্কটি পুড়ে যায়, যার ফলে একটি ভূমিকম্পের মতো বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেল ব্রিজটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে । গ্যাসের ট্যাংকারে আগুন লেগে তিনটি বা চারটি গাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।প্যারামেডিক এবং একাধিক জরুরি পরিষেবা সংস্থা বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। ইমার-জি-মেডের মুখপাত্র বলেছেন- গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের মৃত্যুর আশংকা রয়েছে।