সৌদি আরব পরীক্ষার হলে ‘আবায়া’ নিষিদ্ধ করেছে

সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠান পরীক্ষার হল থেকে ‘আবায়া’ নিষিদ্ধ করেছে।সৌদি শিক্ষা ও প্রশিক্ষণ মূল্যায়ন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ও জড়িত। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন ছাত্রীদের আর ‘আবায়া’ অর্থাৎ আপাদমস্তক ঢাকা ঢোলা পোশাকটি পরতে হবে না। তাদের এখন পরীক্ষার কক্ষে স্কুল ইউনিফর্ম পরতে হবে, যা অবশ্যই শালীনতার মাত্রা যেন অতিক্রম না করে । বোরখার একটি অংশ আবায়া। লম্বা, ঢোলা আপাদমস্তক বহিরঙ্গের পোশাকটি আরব দেশগুলিতে মহিলা, পুরুষ উভয়েই পরে থাকেন। অনেকে হিজাবের নিচে পরেন আবায়া। নিউজ আউটলেটটি আরও জানিয়েছে যে ২০১৮ সালে, ঘোষণা করা হয়েছিল যে আবায়া আর আইনত বলবৎ হবে না, যদিও রাজ্যের বেশ কয়েকজন নারী সেটি পরিধান করে চলেছেন। ঐতিহ্যগতভাবে কালো, হালকা নীল এবং গোলাপী রঙের আবায়া উপসাগর জুড়ে মহিলারা পরেন। গালফ নিউজের মতে, সৌদি শিক্ষা ও প্রশিক্ষণ মূল্যায়ন কমিশন (ETEC) শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একত্রে শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে।

ETEC একটি সরকারী সংস্থা যা তার আইনি ও আর্থিক উভয় ক্ষেত্রেই স্বাধীন এবং সরাসরি প্রধানমন্ত্রীকে উত্তর দেয়। এটি ২০১৭ সালে মন্ত্রী পরিষদের ডিক্রি নং ১২০ এর ফলে প্রতিষ্ঠিত হয়েছিল। সৌদি রাজপরিবার বেশ খানিকটা উদার মনের। সৌদি যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সলমন নারী শিক্ষার বিস্তারে কাজ করেছেন। তিনি স্কুল, কলেজে মহিলাদের শিক্ষার পক্ষে।