২০৩০ সাল পর্যন্ত আল নাসরে থাকবেন রোনালদো!

MARCA সর্বপ্রথম রিপোর্ট করেছিলো যে ক্রিশ্চিয়ানো রোনালদোর সৌদি আরবের দল আল নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছেন । ৫ ডিসেম্বরের মধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিলো । তিনি নাকি সৌদি আরবে আড়াই বছরের চুক্তি সই করতে প্রস্তুত ছিলেন। কিছু সংবাদমাধ্যম এই খবর অস্বীকার করেছে। চুক্তিটি ২২ ডিসেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিক হয়ে উঠতে পারে। ক্রিশ্চিয়ানো চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হলে এবং রিয়াদ যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে ২০৩০ সাল পর্যন্ত আল নাসর এবং সৌদি আরবের সাথে চুক্তিবদ্ধ করা হবে । মিশর ও গ্রিস ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক দেশ। সেই বিশ্বকাপে রোনালদোকে রাষ্ট্রদূত হিসেবে ভাবার পরিকল্পনা আছে সৌদি আরবের। গত দুই সপ্তাহ ধরে, স্ট্রাইকার কিছু বিষয় নিয়ে চিন্তাভাবনা করছেন এবং যদিও তিনি চুক্তি সম্পর্কে সচেতন ছিলেন, তিনি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নেওয়ার পরে করা প্রতিশ্রুতিতে স্বাক্ষর করার আগে কিছু সময়ের জন্য ছুটি চেয়েছিলেন। তবে রোনালদো তাঁর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক সপ্তাহগুলিতে মিটিং হয়েছে, কিন্তু এই সপ্তাহের শুরুতে আল নাসর চুক্তিটি বাস্তবায়িত করার একটি উপায় খুঁজে পেয়েছিল। আল নাসর তিনজন খেলোয়াড়কে মুক্তি দেবে যারা CR7 এর উপস্থিতি যাতে আর্থিক নিয়ন্ত্রণ ভঙ্গ না করে তা নিশ্চিত করতে সাহায্য করবে। মাশারিপভ এবং পিটি মার্টিনেজ হলেন দুই প্রার্থী। শুরু থেকেই প্রতিটি মরশুমের জন্য ২০০ মিলিয়ন ইউরোর কথা বলা হয়েছে। MARCA -র রিপোর্ট অনুযায়ী রোনালদোকে বিশ্বকাপ আয়োজনের বিডের দূত হিসেবে প্রজেক্ট করার কথা ভাবছে সৌদি । আল নাসরের সাথে চুক্তির অর্থ হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর অভিজাত ফুটবল থেকে বিদায়, অন্তত ক্লাব প্রতিযোগিতায়। পুরোনো ক্লাবে তাঁর সাথে এখনো যথাযথ আচরণ করা হচ্ছে না বলে তিনি মনে করেন। তিনি ইউরোপে নতুন বাড়ি খুঁজে পাননি। তাই আল নাসরের সঙ্গে তাঁর নতুন চুক্তি তাঁকে আবারো পুরোনো সম্মান ফিরিয়ে দেবে বলে তিনি আশাবাদী। আরব ক্লাব ইতিমধ্যে চুক্তিটির কথা স্বীকার করেছে।