এমবাপ্পেকে কোলে নিয়ে ঘুরছেন এমি মার্টিনেজ!

উৎসবমুখর আর্জেন্টিনায় ট্রফি প্যারেড করেছেন লিওনেল মেসিরা। বিশ্বকাপ শিরোপা উদযাপনে আর্জেন্টাইনদের সঙ্গী হয়েছেন কিলিয়ান এমবাপ্পেও। ছাদখোলা বাসে ফরাসি ফরোয়ার্ডকে কোলে নিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ!
আসল নয়; ছোট পুতুলের মাথায় এমবাপ্পে সদৃশ মাস্ক পরিয়ে সেটিকে কোলে নিয়ে আর্জেন্টিনার রাস্তায় ঘুরেছেন মার্টিনেজ। আর্জেন্টাইন গোলরক্ষকের এমন কৌতুকের কারণ জানেন প্রায় সবাই। লাতিন আমেরিকান ফুটবলকে তাচ্ছিল্য করেছিলেন এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালের আগেই বারবার ঘুরে ফিরে এসেছে সেই প্রসঙ্গ। শিরোপার লড়াইয়ে নামার আগে এমি মার্টিনেজও এমবাপ্পের সেই মন্তব্য নিয়ে কথা বলেন। এবার পুতুল কোলে নিয়ে যেন এমবাপ্পের মন্তব্যের উত্তর দিলেন বিশ্বজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক।
গত মে মাসে টিএনটি স্পোর্টসকে এমবাপ্পে বলেছিলেন, ‘ইউরোপিয়ান দলগুলোর বিশ্বকাপ প্রস্তুতি লাতিনদের চেয়ে ভালো। কারণ তারা সবসময় উঁচু স্তরের ফুটবল খেলে। ব্রাজিল-আর্জেন্টিনা বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না।

দক্ষিণ আমেরিকায় ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। একারণেই আপনি যদি গত কয়েকটি বিশ্বকাপ আসর দেখেন, সবকটি ইউরোপিয়ানরা জিতেছে।’
এমবাপ্পের মন্তব্য নিয়ে এমি মার্টিনেজ বলেন, ‘তার যথেষ্ট ফুটবল জ্ঞান নেই। সে কখনো দক্ষিণ আমেরিকায় খেলেনি। যা নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা নেই, তা নিয়ে আলোচনা করা সাজে না আপনার। কিন্তু এটা কোনো ব্যাপারই না। আমরা দুর্দান্ত একটি দল। মানুষ এভাবেই আমাদের স্বীকৃতি দেয়।’
শুধু ট্রফি প্যারেডেই নয়; লুসাইল স্টেডিয়ামের ড্রেসিংরুমেও এমবাপ্পেকে নিয়ে হাস্যরস করেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। শিরোপা উদযাপনের এক সময় সবাইকে থামিয়ে দিয়ে আর্জেন্টাইন গোলরক্ষক বলেছিলেন, ‘এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা। যে মরে গেছে।’