২০০ লিটার চোলাই মদসহ দুইজন গ্রেফতার

 নগরের বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া এলাকা থেকে ২০০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) ভোররাতে বালুছড়া তুফানি রোড হিন্দুপাড়া বিশ্বাস বাড়ির গলির মুখ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানার চম্পকনগর এলাকার বাদশা আলমের ছেলে মো. দেলোয়ার হোসেন খোকন (৩৫) ও গর্জনতলী এলাকার মৃত তপন বড়ুয়ার স্ত্রী সুচিত্রা বড়ুয়া (২৮)।

বায়েজিদ বোস্তামি থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুছড়া তুফানি রোড হিন্দুপাড়া বিশ্বাস বাড়ির গলির মুখে অভিযান চালিয়ে ২০০ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

দেলোয়ার হোসেন খোকন ও সুচিত্রা বড়ুয়া বালুছড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানান প্রিটন সরকার।