পন্তকে ফিফটি বঞ্চিত করলেন মিরাজ

৪৮ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে ৬৪ রানের জুটি গড়নে ঋষভ পন্ত। ওয়ানডে মেজাজে ইনিংস লম্বা করতে থাকেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে ফিফটির কাছে গিয়ে মেহেদী হাসান মিরাজের উইকেটে পরিণত হলেন তিনি। মাঠ ছাড়ার আগে ৪৫ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন পন্ত। ৩৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১২১ রান ভারতের।

৩ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত

দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারায় ভারত। স্কোরবোর্ডে ৭ রান যোগ করতে আরো দুই উইকেট হারালো সফরকারীরা। ১৯তম ওভারের প্রথম বলেই কেএল রাহুলকে বোল্ড করেন খালেদ আহমেদ। ৫৪ বলে ৩ চারে ২২ রান নিয়ে সাজঘরে ফেরেন ভারতীয় অধিনায়ক। পরের ওভারে তাইজুলের দ্বিতীয় শিকার বিরাট কোহলি।

৫ বল খেলে মাত্র ১ রান করেন কিং কোহলি।
২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪৮ রান।
প্রথম আঘাত তাইজুলের

ব্যাটিংয়ে নেমে ধীর-সুস্থে ইনিংস শুরু করেন ভারতের দুই ওপেনার কেএল রাহুল ও শুভমন গিল। দুই ব্যাটারের ৪১ রানের জুটি ভেঙে শুভ সূচনা করলেন তাইজুল ইসলাম। ১৪তম ওভারের দ্বিতীয় বলে তাইজুলকে খেলতে গিয়ে ইয়াসির আলীর তালুবন্দি হন শুভমন গিল। ৪০ বলে ৩ চারে ২০ রান করেন তিনি। ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪১ রান।

টসে হেরে বোলিংয়ে টাইগাররা

শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।

ভারত একাদশ
কেএল রাহুল (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্য্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।