সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল ৪টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কার্যক্রমের লটারি উদ্বোধন করেন। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিজিটাল মাধ্যমে এ লটারি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান প্রমুখ। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীরা এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির ফলাফল জানতে পারবে। এসএমএস’র মাধ্যমে ফল জানতে যেকোনো টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএস পাঠাতে হবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এঝঅ লিখে স্পেস দিয়ে জঊঝটখঞ লিখে স্পেস দিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীর টঝঊজ ওউ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএস-এ ফল জানা যাবে। এছাড়াও ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) লটারির ফল জানা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির অনলাইন-ভিত্তিক ডিজিটাল লটারির মাধ্যমে ফল প্রকাশের জন্য একটি ডায়নামিক সফ্‌টওয়্যার ডেভেলপমেন্ট করা হয়েছে। এর মাধ্যমে মন্ত্রণালয় ভর্তি নীতিমালা অনুসরণ করে ভর্তির জন্য ছাত্র-ছাত্রী নির্বাচন করছে।