
নগরীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে ফারহান আহলাহি নিঝুম (২৩) নামে এক যুবক। বুধবার রাতে নগরীর কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।
ছিনতাইকারীরা নিঝুমকে ছুরিকাঘাত করে দুটি মোবাইল ও দুই হাজার টাকা নিয়ে যায়। আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন নিশ্চিত করেছেন।
আহত নিঝুম নোয়াখালীর মাইজদি থানার দত্তের হাট এলাকার এবিএম মহিউদ্দিনের ছেলে।
জানাগেছে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম রেল ষ্টেশনে ট্রেন থেকে নেমে সিএনজি অটো নিয়ে খুলশী থানার লালখানা বাজার বাসায় যাবার পথে নিঝুম ছিনতাইকারীদের হামলার শিকার হন।