চৌধুরীহাট-আলাওল দিঘী এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভ্রাম্যমাণ আদালত পৃথক দু’টি অভিযানে চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কের চৌধুরীহাট বাজারের অর্ধশতাধিক স্থাপনা ও আলাওল দিঘীর পাড় এলাকায় সরকারি খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ১০ কোটি টাকা মূল্যের প্রায় ৩৬ শতক সরকারি জমি। হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন ও সহকারি কমিশনার (ভূমি) সম্রাট খীসার নেতৃত্বে বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

এলাকাবাসী জানায়, প্রায় ২ যুগ ধরে চৌধুরীহাট বাজারে অবৈধ দখলদাররা পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করে রেখেছিল। দিন দিন যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি মহাসড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের ফলে প্রতিদিন এ স্পটে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তির সৃষ্টি হতো।  বুধবার দুপুরে হাটহাজারী ইউএনও রুহুল আমিনের নেতৃত্বে আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অপরদিকে একই সময় মহাসড়কের আলাওল দিঘীর পাড় সংলগ্ন সরকারি ছড়া দখল করে নির্মিত পাকা স্থাপনা ভেঙে গুড়িয়ে দেন হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) সম্রাট খীসা।

ইউএনও রুহুল আমিন বলেন, জনভোগান্তি নিরসনে চৌধুরীহাট বাজারের সরকারি জায়গা থেকে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ও সরকারি খাল দখল করে নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সরকারি জমি। এসব সরকারি জমি আবারও কেউ দখলের অপচেষ্টা চালালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, চিকনদণ্ডী ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান বাচ্ছু, চিকনদণ্ডী ভূমি অফিস ও হাটহাজারী থানার পুলিশ ফোর্স।