নির্বাচন পূর্ব প্রেক্ষাপটে এহেন রাজনৈতিক সংকট নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করবে

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন-সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর অযাচিত বাকযুদ্ধ ক্রমাগত রাজনীতিতে উত্থাপ ছড়াচ্ছে। নির্বাচন পূর্ব মূহুর্তে হামলা-মামলা, গ্রেপ্তারের মতো ইত্যাকার বিষয়াদির চর্চা বরাবরই রাজনৈতিক সংকট তৈরি করে নির্বাচনী পরিবেশকে বিঘিœত করবে। এ মূহুর্তে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেশের জনগণের নিকট অধিকতর প্রত্যাশিত বলে তিনি মন্তব্য করে বলেন-দেশের অর্থনীতি এখন মুখ থুবড়ে পড়েছে। দেশের ব্যাংকিং খাত এখন খাদের কিনারায় নিপতিত। অর্থ পাচার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অশুভ প্রভাব বিশ্বের অপরাপর দেশের ন্যায় বাংলাদেশকেও বিশাল এক কঠিন সমস্যার মুখোমুখি দাঁড় করেছে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন-দেশে জ্বালানী সংকট, ডলারের মূল্য বৃদ্ধি, রিজার্ভ এর অপ্রতুলতা, মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব, বেকারত্ব, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, খাদ্য সংকটসহ ইত্যাকার বিষয়াদি জনজীবনে এক দুঃসহ পরিস্থিতির সৃষ্টি করেছে। এমনিতর দুঃসহ পরিস্থিতি থেকে দেশ ও জাতির উত্তরণ ঘটাতে হলে রাজনৈতিক স্থিতিশীলতার কোন বিকল্প নেই। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার বলেছেন- রাজনীতিতে এখন আদর্শের খরা চলছে। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এখন মূখ্য হওয়ায় গণআকাঙ্খা গুমরে মরছে। গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা রূদ্ধ হয়ে যাওয়ায় সর্বত্র ন্যাক্কারজনকভাবে অনিয়ম-দুর্নীতির বিস্তৃতি ঘটেছে। এইচ এম মুজিবুল হক শাকুর বলেছেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি জনবান্ধব রাজনৈতিক দল হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্ধন্ধিতার ঘোষনা দিয়েছে। এ লক্ষ্যে তিনি দলীয় নেতা-কর্মীদের স্ব-স্ব এলাকায় চুড়ান্ত নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য উদাত্ত আহবান জানান। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে অদ্য ১০ ডিসেম্বর ২২ইং শনিবার বিকেল ৩ টায় মোমিন রোডস্থ প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুর এর সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট আবু নাছের তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন। বক্তব্য রাখেন-স ম হামেদ হোসাইন, এ এস এম কাউসার, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ জসিম উদ্দিন তৈয়বী, শুভেচ্ছা বক্তব্য রাখেন-এস এম আব্দুল করিম তারেক। বক্তব্য রাখেন-আলহাজ্ব খান এ সবুর, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, অধ্যাপক মাওলানা ছৈয়দ হাফেজ আহমদ, অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ মাওলানা ছৈয়দ আবু ছালেহ, আব্দুর রহমান মান্না, আলহাজ্ব আলম রাজু, অধ্যাপক মাওলানা ছৈয়দ ইলিয়াছ সিকদার, ছৈয়দ মাওলানা রফিকুল ইসলাম তাহেরী, মাস্টার আনোয়ারুল আজিম, এস এম, হাসান মাসুদ মেম্বার, মোহাম্মদ শাহেদ আলী, মাওলানা রফিকুল ইসলাম নেজামী, মাওলানা শহিদুল হক ফারুকী, স ম শওকত আজিজ, লোকমান হাকিম মেম্বার, মাওলানা সেলিম উদ্দীন আনোয়ারী, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, ডাঃ হাসমত আলী তাহেরী, অধ্যাপক শহিদ উল্লাহ সাদা, মোহাম্মদ শহিদুল্লাহ, খ ম জামাল উদ্দীন, আহমদ রেজা, মোহাম্মদ ফরিদুল হক, তাওহিদ মুরাদ সুমন, রাশেদুল ইসলাম রাশেদ প্রমূখ।