বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভায় বক্তারা
বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদের বোনাস কমপক্ষে ১০ দিন পূর্বে প্রদানের নিশ্চয়তা এবং তাদের বেতন থেকে অবসর ও কল্যাণ ট্রাস্ট বাবদ অতিরিক্ত ৪% সহ ১০% কর্তনের আদেশ বাতিলের দাবী জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (ব্যাশিস) চট্টগ্রাম আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ। তাছাড়া জাতীয় শিক্ষনীতি ২০১০ এর আলোকে অবিলম্বে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
গতকাল শনিবার ২৫ মে বিকেলে চট্টগ্রাম নগরীর ৪০০, আন্দরকিল্লাস্থ শিক্ষক ভবনে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার বর্ধিত সভা ও ইফতার মাহফিলে এ দাবি জানানো হয়। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ঈদুল ফিতরের বোনাস ৩ জুনের পূর্বে উত্তোলনের পরিপত্র দেয়। অথচ ব্যাংক সমূহ ৪ জুন থেকে ঈদুল ফিতরের বন্ধ থাকবে। এখনো ব্যাংকে এমপিও আসেনি। এটি প্রহসন বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে ৬% এর পরিবর্তে ১০% তথা অতিরিক্ত ৪% কর্তনের তীব্র প্রতিবাদ জানানো হয়। শিক্ষকদের সঙ্গে কোনো প্রকার আলোচনা ছাড়াই তাদের বেতন থেকে অতিরিক্ত ৪% কর্তন আইনের লঙ্গন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের ফলে দীর্ঘ ৩৪ বছর পর ৫% বার্ষিক প্রবৃদ্ধি দিয়েছেন গত নভেম্বরে। মাত্র ৫ মাসের মাথায় আবার ৪% কর্তন, এতে সরকারের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুন্ন হচ্ছে। তারা আরো বলেন, বেসরকারি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারি বর্তমানে ২৫% ঈদ বোনাস পেয়ে থাকেন, যা দিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন না। বাংলাদেশ শিক্ষক সমিতি, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহর সভাপতিত্বে অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষা চিন্তক ও প্রাবন্ধিক শামসুদ্দীন শিশির, বাশিস, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রনজিৎ কুমার নাথ, উপদেষ্টা অসিত কুমার লালা, বাদল চন্দ্র সিকদার, শান্তি রঞ্জন চক্রবর্তী, সহ সভাপতি গোলামুর রহমান, মো: আমিরুজ্জামান। জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মো: নুরুল হক, ছিদ্দিকী, ওসমান গণি, তাপস চক্রবর্তী, মুজিবুল হক। স্বাগত বক্তব্য রাখেন, বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আঞ্চল চৌধুরী, বাশিস চট্টগ্রাম অঞ্চলের যুুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মহাজনের সঞ্চালনায় উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, মাকসুদুল করিম, মো: মালেক, অজিত ধর, উত্তম দাশ, মো: আবুল কালাম, শাওন বিশ্বাস, মো: এহসান, সনজীব কুসুম চৌধুরী, অসীম চক্রবর্তী। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলতাজ মিঞা। সভায় বাশিস চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বিধুভুষণ দাশ ও বাশিস বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয। তাদের সাংগঠনিক নেতৃত্ব সংগঠনকে গতিশীল করেছে। তাছাড়া সংগঠনের উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলম, সদস্য মানস দাশ ও অফিস সুপারেনটেন্ডেন সন্তোষ দাশের রোগমুক্তি কামনা করা হয়।