ডা. মিলনের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম ড্যাবের আলোচনা সভা

৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩২ তম শাহাাদাত বার্ষিকী উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে রবিবার (২৭ নভেম্বর) বিকালে প্রবর্তক মোড়স্থ ট্রিটমেন্ট সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ ডা. মিলন ছিলেন অকুতোভয় সৈনিক। ডা. মিলনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তখন নতুন গতিবেগ সঞ্চারিত হয়। ডা. মিলন বুকের রক্ত ঢেলে এদেশে গণতন্ত্র পূণরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন। যে পথ বেয়ে দেশে স্বৈরাচারের পতন ঘটে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার বিগত ১৪ বছর ধরে আবারও মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে সমাধিস্থ করেছে। দেশের মানুষ তাদের সকল অধিকার হারিয়ে ফেলেছে। জনগণের কাছ থেকে দেশের মালিকানা কেড়ে নেয়া হয়েছে। তাই আবারও গণতন্ত্রকে পুণরুদ্ধার করে বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে। সে লক্ষ্য অর্জনে ডা. মিলনের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা জোগাবে।

ডা. মিলন শাহাদাত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক ডা. রিফাত কামাল রনির সভাপতিত্বে ও সদস্য সচিব ডা. মো. মঈন উদ্দিনের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দীন, ড্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, মহানগর ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. রানা চৌধুরী, চমেক ড্যাবের যুগ্ম সম্পাদক ডা. মিনহাজুল আলম, ডা. নাজমুল মোরশেদ। বক্তব্য রাখেন মহানগর ড্যাবের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. ওমর ফারুক পারভেজ, প্রচার সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, পরিবেশ সম্পাদক ডা. মামুনুল হক, জেলা ড্যাবের সহ দপ্তর সম্পাদক ডা. জাহেদুল আলম ইমন, ড্যাব নেতা ডা. আবরার ইয়াসিন, ডা. সাদ্দাম হোসেন, ডা. রাকিবুল হোসেন, ডা. মহসিনুল আজাদ জায়েদ, ডা. গিয়াস উদ্দীন নয়ন প্রমূখ।