
হালদায় নমুনা ডিম ছেড়েছে মা মাছ। ২৪মে রাতে ও ২৫ মে সকালে রুই, কাতল, মৃগেল, কালবাউশ মাছের গড়দুয়ারা থেকে মদুনাঘাট পর্যন্ত এলাকায় হাটহাজারী ও রাউজানের মাছের ডিম সংগ্রহকারীরা নমুনা ডিম পেয়েছে স্থানীয় ডিম সংগ্রহকারীরা। তাদের আশা, যে কোনো সময় প্রচুর ডিম সংগ্রহ করতে পারবেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, ডিম সংগ্রহকারীরা জানিয়েছেন তারা মা-মাছের আনাগোনা দেখছেন এবং নমুনা ডিম সংগ্রহ করতে পেরেছেন। সেহেতু এসব মাছের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যাতে মা-মাছ শিকার করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হয়েছে। ডিম থেকে রেণু ও পোনা তৈরির জন্য হ্যাচারিগুলো প্রস্তুত রাখা হয়েছে।