বোল্ট তোপে ১০২ রানেই শেষ শ্রীলঙ্কা

সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ১৬৮ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। এরপর বল হাতে শ্রীলঙ্কার মেরুদণ্ড ভেঙে দেন ট্রেন্ট বোল্ট। ১৩ রানে নেন ৪ উইকেট। শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১০২ রানে। এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ অলআউট হয়েছিল ১০১ রানে।

৬৫ রানের বড় জয়ে এক নম্বর গ্রুপে শীর্ষ স্থান অক্ষুণ্ন রাখলো নিউজিল্যান্ড। তিন ম্যাচ থেকে কিউইদের সংগ্রহ ৫ পয়েন্ট। রানরেট +৩.৪৫০।

লঙ্কান শিবিরে ধ্বংসযজ্ঞের শুরুটা টিম সাউদির হাত দিয়ে। তার করা প্রথম ওভারের পঞ্চম বলে এলবিডব্লু’র ফাঁদে পড়েন পাথুম নিশঙ্ক (০)। পরের ওভারে এসে বোল্ট তুলে নেন কুসাল মেন্ডিস (৪) ও ধনঞ্জয়া ডি সিলভাকে (০)।

চতুর্থ ওভারে বোল্টের তৃতীয় শিকার হয়ে যখন সাজঘরে ফিরছেন চারিথ আসালাঙ্কা (৪), শ্রীলঙ্কার স্কোরবোর্ড তখন ৮/৪!
সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। দলীয় ২৪ রানে মিচেল স্যান্টনারের শিকার হয়ে ফেরেন চামিকা করুণারত্নে (৩)। ভানুকা রাজাপাকসের ২২ বলে ৩৪ রানে পঞ্চাশ পার হয় তাদের স্কোর। রাজাপাকসেকে গ্লেন ফিলিপস হয়ে উঠতে দেননি লকি ফার্গুসন। দলীয় ৫৮ রানে আউট হন রাজাপাকসে। আর এক রানের ব্যবধানে ওয়াানিন্দু হাসারাঙ্গা (৪) ও মহেশ থিকসানার (০) বিদায়ে স্কোর দাঁড়ায় ৬৫/৮-এ। শ্রীলঙ্কার একশ’ পেরোনো নিয়েই সন্দেহ ছিল। অধিনায়ক দাসুন শানাকার ৩২ বলে ৩৫ রানের ইনিংসে তিন অঙ্ক পার হয় তারা। দলীয় ৯৩ রানে সাজঘরে ফেরেন শানাকা। লাহিরু কুমারার উইকেট নিয়ে লঙ্কানদের ইনিংসের ইতি টানেন ইশ সোধি।
এর আগে গ্লেন ফিলিপসের সেঞ্চুরিতে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। মাত্র ১৫ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কিউইরা। দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ের সংগ্রহ ১ রান করে। অধিনায়ক কেন উইলিয়ামসনের সংগ্রহ ৮ রান। শুরুর ধাক্কা সামলে ৯১ রানের জুটি গড়েন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। ২৪ বলে ২২ রান করে ফিলিপ ফিরলে ভাঙে এই জুটি। এরপর জিমি নিশামও সুবিধা (৮ বলে ৫ রান) করতে পারেননি। চারে নামা গ্লেন ফিলিপস টিকে ছিলেন ষষ্ঠ উইকেট পর্যন্ত। ৬৪ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার কাসুন রাজিথা ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন।

টসে জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

সুপার টুয়েলভের লড়াইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি নিউজিল্যান্ড। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশঙ্ক, কুসাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকসানা, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।