গুজরাটে ব্রিজ ভেঙে নিহত বেড়ে ১৩২

গুজরাটের মরবিতে মাত্র পাঁচদিন আগে মাচ্ছু নদীর বুকে এই কেবল ব্রিজটি খুলে দেয়া হয়েছিল জনসাধারণের জন্য। আর পাঁচদিনের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। আর দুর্ঘটনাটি যখন ঘটলো তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনদিনের নির্বাচনী সফরে গুজরাটে। সঙ্গতভাবেই নিহতদের পরিবারের জন্য দুলক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণার পাশাপাশি মোদি কৈফিয়ত তলব করেছেন গুজরাট সরকারের কাছে। মাচ্ছু নদীর কেবল ব্রিজটি দেড় মিটার চওড়া ও ২৩৩ মিটার লম্বা। এই ব্রিজে রোববার ছুটির দিনে অন্তত ৪০০ জন উঠেছিল। ব্রিজটি হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রাথমিকভাবে ঘটনার গুরুত্ব বোঝা যায়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একটির পর একটি মৃতদেহ উদ্ধার হতে থাকে। এখনও নিখোঁজ বহু।

কিন্তু, ব্রিজটি ভাঙলো কিভাবে? অনেকেই বলছেন গুজরাট বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় তড়িঘড়ি এই ব্রিজ খুলে দেওয়া হয়। ব্রিজটি নাকি পুরো তৈরিই হয়নি। কোনরকমে জোড়াতালি দিয়ে ব্রিজের উদ্বোধন হয়। বিরোধী দলগুলি সরব হয়েছে এই নিয়ে। গুজরাটের বিজেপি সরকার যে এই ব্যাপারে কোণঠাসা তা বলে দেয়ার অপেক্ষা রাখে না।