সিলন ইচ্ছেপূরণ অফার, পূরণ হলো বিজয়ীদের ইচ্ছে

তিন মাসব্যাপী সিলন ইচ্ছেপূরণ অফারে প্রতি মাসে উপহার প্রদানের প্রথম অনুষ্ঠান ২৯ অক্টোবর গুলশানের একটি হোটেলে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে টয়োটা গাড়ি বিজয়ী তানিয়া আফনান (ঢাকা), থাইল্যান্ড ট্যুর বিজয়ী আনোয়ার হোসেন (সাভার), বাইক বিজয়ী মোহাম্মদ স্বপন মোল্লা (নারায়ণগঞ্জ) সহ আরও অনেক ভাগ্যবান বিজয়ীরা উপস্থিত ছিলেন।

এলইডি টিভি, ওয়াশিং মেশিন, হোম থিয়েটার, ওভেন ছাড়াও অনেক উপহার বিজয়ীদের হাতে হস্তান্তর করা হয়। সিলন ফ্যামিলি ব্লেন্ড চায়ের ২০০ গ্রাম বা ৪০০ গ্রামের প্যাক কিনে আগামি মাসগুলোতেও টয়োটা গাড়িসহ অন্যান্য উপহার জেতার সুযোগ থাকছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের ব্র্যান্ড ডিরেক্টর নওশাদ চৌধুরী। উপস্থিত ছিলেন মডার্ন ট্রেড এর ডেপুটি ম্যানেজার মুহাম্মাদ মাইন উদ্দিন, ব্র্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট এর ডেপুটি ম্যানেজার ইফতেখারুল আলম এবং ঢাকা গ্রেটার সেলস ডিভিশনের এসিসট্যান্ট ম্যানেজার মোরশেদুল আলম।