গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়ার জন্য বৃটেনকে দায়ী করলো রাশিয়া

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন উড়িয়ে দেয়ার জন্য এবার বৃটিশ নৌবাহিনীর সদস্যদের দায়ী করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সঙ্গে সঙ্গে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বৃটেন। তারা বলেছে, এই অভিযোগ পুরো মিথ্যা। ইউক্রেনে ব্যর্থ হয়েছে রাশিয়া- সেদিক থেকে দৃষ্টি ভিন্নখাতে নেয়ার জন্য এমন অভিযোগ করেছে।

উল্লেখ্য, ইউক্রেনে যুদ্ধের মধ্যে গত মাসে কৃষ্ণ সাগরের নিচ দিয়ে প্রবহমান রাশিয়ার গ্যাস সরবরাহ লাইন নর্ড স্ট্রিমে মারাত্মক ক্ষত হয়। এতে বিপুল পরিমাণ গ্যাস সমুদ্রের পানি ভেদ করে উপরে উঠে আসতে থাকে। এর জন্য রাশিয়া শনিবার বৃটেনকে দায়ী করেছে। তবে তারা এক্ষেত্রে কোনো তথ্যপ্রমাণ দিতে পারেনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, একই ইউনিটের বৃটিশ বিশেষজ্ঞরা কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজের ওপর ইউক্রেনকে ড্রোন হামলায় নির্দেশনা দিয়েছে। জবাবে বৃটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেন আগ্রাসনে ব্যর্থ হয়েছে রাশিয়া। তারা বিপর্যয় থেকে দৃষ্টি অন্যদিকে সরাতে এমন অভিযোগ করছে।