শান্তর ফিফটিতে একশো পার

বিশ্বকাপ দলে নাজমুল হোসেন শান্তকে রাখায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সমালোচকদের সমুচিত জবাব দিয়ে ফিফটি হাঁকালেন টাইগার ওপেনার। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ৪৫ বলে ৫ বাউন্ডারিতে পঞ্চাশ পূর্ণ করেন শান্ত।

এর আগে দলীয় ৮৬ রানে তৃতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান। ২০ বলে ১ বাউন্ডারিতে ২৩ রান করেন টাইগার অধিনায়ক। ১৪.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ রান।

৩২ রানে দুই উইকেট নেই বাংলাদেশের

সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩২ রানে ২ উইকেট হারিয়েছে টাইগাররা।

দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শূন্য হাতে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এরপর লিটন দাস আউট হন ১২ বলে ১৪ রান করে। দু’জনই ব্লেসিং মুজারাবানির শিকার।

৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৩ রান।

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। ব্রিজবেনে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলে মাধভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, সিন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রায়ান বার্ল, ব্র্যাড ইভানস, টেন্ডাই চাতারা, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।