২০২২ সালে মোট ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের

২০২২ সালের প্রথম ১০ মাসে মোট ১৮৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এরমধ্যে শুধু অক্টোবরেই হত্যা করেছে ২৬ জনকে। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক রিপোর্টে এ দাবি করা হয়েছে। এতে বলা হয়, নিহতদের মধ্যে ৫১ জন গাজা উপত্যকার। আগস্ট মাসে ইসরাইল সেখানে ব্যাপক হামলা চালালে তাদের বেশিরভাগের মৃত্যু হয়। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়, এ বছর মোট ৩৫ শিশু ইসরাইলের হামলায় নিহত হয়েছে। এরমধ্যে ১৯ শিশু পশ্চিম তীরের এবং ১৬ শিশু গাজার। মঙ্গলবার নাবলুসে ইসরাইলি অভিযানে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর হত্যা করা ফিলিস্তিনিদের মধ্যে ২২ জনের মরদেহই ফেরত দেয়নি ইসরাইল।

১৯৬৭ সাল থেকে ইসরাইল অন্তত ২৫৬ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে। এছাড়া ইসরাইলি বাহিনীর হাতে গুম হয়েছে অন্তত ৭৬ ফিলিস্তিনি।