মেসি-এমবাপ্পেময় এক রাত

পিএসজির শেষ ষোলোর টিকিট নিশ্চিত
লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেময় রাতের কথা বললে মোটেই বাড়িয়ে বলা হবে না। ম্যাকাবি হাইফার বিপক্ষে ৭-২ গোলের বিশাল ব্যবধানের জয়ে দুজনেই জোড়া গোলের পাশাপাশি করেছেন জোড়া অ্যাসিস্টও। তাতে চড়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করলো পিএসজি।

পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের তখন ১৯ মিনিট। কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে দৃষ্টিনন্দন শটে লক্ষ্যভেদ করে ফেললেন আর্জেন্টাইন জাদুকর। ৩২ মিনিটের মাথায় হাইফার তিনকাঠির নিচ দিয়ে বল পাঠান এমবাপ্পেও। এরপর আরও চারবার উদযাপনের এমন উপলক্ষ পেয়েছে প্যারিসিয়ানরা, যদিও একটি গোল হয়েছে আত্মঘাতী।

এমবাপ্পে গোল করার তিন মিনিট পর ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমারও গোল পান, যেখানে সহায়তা করেন লিওনেল মেসি। ৩৮ মিনিটের সময় ব্যবধান ১-৩ করে হাইফা। বিরতির ঠিক আগে আর্জেন্টাইন তারকা আরও একবার জালের দেখা পেয়েছেন। এবার অ্যাসিস্টদাতার খাতায় নাম লেখান ফরাসি সুপারস্টার। বিরতি থেকে ফিরে এসে ব্যবধান কমায় হাইফা।

৬৪ থেকে ৬৭, এই তিন মিনিটের ভেতরে হয় আরও দুই গোল। যার একটি আশ্চরাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে করেন কিলিয়ান, অন্যটি হয় হাইফার খেলোয়াড়দের নিজেদের ভুলে। মেসির অ্যাসিস্টে কার্লোস সোলার গোল করেন ম্যাচের ৬ মিনিট বাকি থাকার আগে।

এ জয়ের ফলে ১১ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে শেষ ষোলোর টিকিট পেয়েছে পিএসজি। এই গ্রুপ থেকে য়্যুভেন্তাসকে ৪-৩ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে বেনফিকাও। য়্যুভেন্তাসকে এখন খেলতে হবে ইউরোপা লিগে।