টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
২০ মে বিকাল ৬টায় ইফতার পূর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন সদরের ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল মুরাদ জামান। এছাড়াও সেক্টর কমান্ডার কর্ণেল মনজুরুল হাসান খান, টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি, উপাধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, টেকনাফ সহকারী কমিশনার ভূমি মোহাঃ আবুল মনসুর, টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) এবিএমএস দোহা , অপারেশন অফিসার রকিবুল ইসলাম খান,টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার মোঃ ফয়জুল (এক্স)বিএন, র‌্যাব-১৫,সিপিসি-১,টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স),পিপিএম, বিএন কোম্পানী কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো. আলী, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মামুন উজ জামান, টেকনাফ স্থলবন্দরের সহকারী মহাব্যবস্থাপক, ফিল্ড অফিসার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, বিজিবি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ও ব্যাটালিয়নের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে শুভেচ্ছা বিনিময় ও পবিত্র রমজান মাসের তাৎপর্য উল্লে পূর্বক বিশেষ মোনাজাতের পর সবাই ইফতারে মিলিত হয়।