কুতুবদিয়ায় সন্ত্রাসী কায়দায় জায়গা দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধ আলহাজ আবুল হোসেন (৭৩) কে গুরুতর জখম করেছে। মঙ্গলবার সকালে (২১ মে) দ্বীপের দক্ষিণ ধুরুং ইউনিয়নের কালাচাঁন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ, মঙ্গলবার সকালে কালাচাঁন পাড়া গ্রামের ঐ এলাকার গিয়াস উদ্দিন ,ছৈয়দ আহমদসহ ৭/৮জন দূর্বৃত্ত মিলে জায়গা জোরপূর্বক দখল করতে যায়। এ খবর পেয়ে জমির মালিক আলহাজ আবুল হোসেন বাঁধা দিলে দূর্বৃত্তরা মারধর করে রডের আঘাতে নাকে এবং বাম হাত ভেঙ্ েদিয়ে গুরুতর জখম করে।
প্রতিবেশীরা আবুল হোসেনের চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে দূবৃর্ত্তরা পালিয়ে যায়। আহত আবুল হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন বলে আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাছান নিশ্চিত করেন।
দক্ষিণ ধুরুং ইউনিয়নের স্থানীয় মেম্বার নুরুল আবছার ঘটনার সত্যতা স্বীকার করেন।
ঘটনার খবর পেয়ে কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে বলে ওসি তদন্ত আমিরুল ইসলাম জানান। এ ব্যাপারে মামলার এজাহার থানায় জমা দিয়েছে বলে নেছার উদ্দিন কুতুবী এ প্রতিনিধিকে নিশ্চিত করেন।