নিজেদেরকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে

বাংলাদেশ নাথ সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২১ অক্টোবর বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমিতির আহবায়ক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথের সভাপতিত্ব এতে প্রধান অতিথি ছিলেন ডিআইজি, সিআইডি, বাংলাদেশ পুলিশ ঢাকা শ্যামল কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন নাথ কল্যাণ সমিতি ঢাকার সভাপতি বিশ্বাম্বর কুমার নাথ, যোগী সম্মিলনী ঢাকার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিলন কান্তি নাথ, আলোচক ছিলেন বাংলাদেশ নাথ সমিতি (বানাস) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অধ্যক্ষ রেবতী মোহন নাথ, বানাসের সাবেক সাধারণ সম্পাদক ননী গোপাল চৌধুরী চঞ্চল, হিমাংশু বিমল নাথ, অধ্যাপক রুপেশ চৌধুরী, প্রফেসর আশুতোষ নাথ, বিনোদ বিহারী নাথ, ডাঃ বি.কে.নাথ। বানাসের এডহক কমিটির সদস্য সচিব মৃণাল কান্তি নাথের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ নাথ সমিতির এডহক কমিটির সদস্য অধ্যাপক শিপন কুমার দেবনাথ, এড. কেশব চন্দ্র নাথ, সুজিত কুমার নাথ, ধনঞ্জয় নাথ, মুন্নী দেবী, বীর মুক্তিযোদ্ধো অধ্যক্ষ রতন কুমার নাথ, অরুণ কুমার নাথ প্রমুখ। আলোচনা শেষে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন এডহক কমিটির আহবায়ক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ। নব কমিটিতে অধ্যাপক আশুতোষ নাথকে সভাপতি, ননী গোপাল চৌধুরী চঞ্চল কে সাধারণ সম্পাদক, লায়ন ডাঃ নারায়ন চন্দ্র নাথকে অর্থ সম্পাদক, বিনোদ বিহারী দেবনাথ কে সাংগাঠনিক সম্পাদক করে ৫৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন নাথ সমিতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের সুশিক্ষায় প্রতিষ্ঠিত হয়ে নাথ সমাজ তথা দেশের উন্নয়নে ভুমিকা রাখতে হবে। তিনি বলেন সনাতনী সমাজের সকলকে মানবিক সমাজ প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে হবে। তিনি বলেন নিজেদের মধ্যে ভ্রাতৃত্বপুর্ণ সম্পর্ক সৃষ্টি করে নাথ সমাজের আত্ম সামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক কল্যাণেও নাথ সমিতিকে নিজেদের অবস্থান থেকে ভুমিকা রাখার আহবান জানান। সর্বোপরি সকলকে দেশপ্রেমের মহানুভবতায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মানবিক সমাজ নির্মাণে ভুমিকা রাখতে হবে। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।