মানবিক সমাজ প্রতিষ্ঠায় নৈতিক শিক্ষা জরুরী

কথা সাহিত্য, সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের উদ্যোগে কথা ৭১ টিভির ২য় বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা স্মারক, গান, আবৃত্তি, নৃত্য ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান গত ১৬ অক্টোবর বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন কথা টিভি ৭১ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোঃ ইকবাল। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্ভোধন করেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা রিয়াজ ওয়াইজ। স্বাগত বক্তব্য রাখেন কথা ৭১ টিভির আহবায়ক কবি সজল সাথ। মহান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনী। মুখ্য আলোচক ছিলেন রাধাবিনোধ কেন্দ্রীয় পরিষদের সভাপতি বিভূতি শীল বিভূ। বিশেষ অতিথি ছিলেন কলকাতা থেকে আগত বাচিকশিল্পী শিক্ষাবিদ ড. প্রবীর কুমার পাল, বাচিকশিল্পী মুধুমিতা পাল মন্ডল, নরেন্দ্র নাথ সেনগুপ্ত, ব্রতীন দেওঘরিয়া, সাহেরী বিশ্বাস, আশলতা কলেজের ইংরেজী বিভাগীয় প্রধান অধ্যাপক সিন্ধু ভুষণ নাথ, এড.শিমুল কুমার নাথ, ডাঃ সুপ্রন বিশ্বাস, ডাঃ সুলেখা ভট্টাচার্য। সাংস্কৃতিক পরিবেশনা, উপস্থাপনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন মধুমিতা পাল মন্ডল, ড. প্রবীর কুমার পাল, নরেন্দ্র নাথ সেনগুপ্ত, ব্রতীন দেওঘরিয়া, সাহেরী বিশ্বাস, চট্টগ্রামের শিমলী, সোমা, সঞ্চিতা, সঙ্গা, অর্পিতা, রিপা, রিয়া, শুক্লা, দুর্জয়, হিমেল, অর্নব, মৃত্তিকা, উর্মি, জয়ন্তী, টুটুল, নুপুর, পুজা, রিয়া, খোকন, রিটন, রুম্পা, মুন্নি প্রমুখ। সভায় বক্তারা সবার আগে দেশকে ভালোবাসতে হবে। দেশের সংস্কৃতি, দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত জানতে হবে। মানবিক ও পরিশুদ্ধ মানুষরায় পারে দেশকে একটি সুন্দর অবস্হায় নিয়ে যেতে। বক্তারা বলেন সৎ, নিষ্ঠা, তথ্য সমৃদ্ধ ও দায়িত্ব শীলতায় সাংবাদিকতায় পারে পরিশুদ্ধ সমাজ বিনির্মাণে সহায়ক ভুমিকা পালন করতে হবে। বক্তারা বাঙালী সংস্কৃতি প্রচার ও প্রসারে অনলাইন গণমাধ্যমকে আরো আন্তরিক ও গ্রহণযোগ্য সংবাদ পরিবেশনের ও আহবান জানান।