সিইউজে নেতাদের ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার শুভেচ্ছা

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে সভাপতি পদে বাংলানিউজের ডেপুটি এডিটর তপন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক পদে দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার ম. শামসুল ইসলাম সহ নবনির্বাচিত কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে সিইউজের রয়েছে গৌরবময় ইতিহাস।

নতুন নেতৃত্বে সাংবাদিক সমাজের অধিকার আদায়ে কাজ করবেন বলে বিশ্বাস করি।