প্রিয় নবীর (দ.) দুনিয়ায় শুভাগমনে সমগ্র সৃষ্টি জগৎ ধন্য ও আলোকিত হয়েছে

রাহনুমায়ে শরিয়ত ও তরিকত পীরে বাঙাল আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মজিআ) বলেছেন, প্রিয় নবীর (দ.) শুভাগমন কেবল মুসলিম জাতির জন্য নয়। তিনি হচ্ছেন জগতের সমগ্র মানুষের জন্য আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ স্বরূপ। তাঁর দুনিয়ায় শুভাগমনে সমগ্র সৃষ্টি জগতৎ ধন্য ও আলোকিত হয়েছেন। তাই শুকরিয়া ও কৃতজ্ঞতা, প্রকাশের জন্যই আমরা জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন করি। জশনে জুলসে ঈদে মিলাদুন্নবীর (দ.) ৫০ বছর উদ্যাপনের অংশ হিসেবে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবং গাউসিয়া কমিটির সহযোগিতায় নগরীর ষোলশহর আলমগির খানকাহ শরিফে ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের শনিবার সমাপনী দিবসে আল্লামা সৈয়দ সাবির শাহ্ (মজিআ) প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কনফারেন্সে সভাপতিত্ব করেন আওলাদে রাসূল (দ.) রাহনুমায়ে শরিয়ত ও তরিকত শাহ্ সুফি আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মজিআ)। অতিথি ছিলেন ছাহেবজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ্ (মজিআ)। ঈদে মিলাদুন্নবীর (দ.) মাহাত্ম্য ও মহানবীর (দ.) জীবন চরিত্রের ওপর আলোচনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা জসিম উদ্দিন আল আযহারি, আশেকানে আউলিয়া কলেজের অধ্যাপক আল্লামা ড. আনোয়ার হোসেন এবং ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মনিরুজ্জামান আলকাদেরী। কনফারেন্সে আলোচকরা বলেন-ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন নতুন কোনো বিষয় নয় বরং সৃষ্টির শুরু থেকেই ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপিত হয়ে আসছে। আসমানে ফেরেশতাদের নিয়ে জুলুস করেছেন স্বয়ং আল্লাহ পাক। প্রিয় নবীর (দ.) শুভাগমনে খুশি প্রকাশ করা কুরআন মজিদের নির্দেশনারই অনুসরণ। আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটি কমিটির কর্মকর্তাদের মধ্যে কনফারেন্সে উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, এসেস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন সাকের, ফাইন্যান্স সেক্রেটারি আলহাজ্ব মুহাম্মদ এনামুল হক বাচ্চু, সদস্য আলহাজ্ব কমর উদ্দিন সবুর, কেন্দ্রীয় গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ পেয়ার মোহাম্মদ কমিশনার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবদুল হামিদ, আনজুমান সদস্য আলহাজ্ব মুহাম্মদ মাহাবুবুল আলম, গাউসিয়া কমিটির মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মহানগর গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব তসকির আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মুনির উদ্দীন সোহেল, কনফারেন্স প্রস্তুতি কমিটির সমন্বয়ক আলহাজ্ব মনোয়ার হোসেন মুন্নাসহ আনজুমান ট্রাস্ট অন্যান্য কর্মকর্তা, কেন্দ্রীয়-জেলা ও মহানগর গাউসিয়া কমিটির কর্মকর্তাগণ। পরিশেষে সালাত সালাম শেষে দেশ, বিশ্ববাসীর, শান্তি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।