ইনজুরিতে বিশ্বকাপ শেষ দিবালার!

আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় দুঃসংবাদ। ইনজুরিতে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন পাওলো দিবালা। রোববার সিরি আ লীগে এএস রোমার হয়ে খেলার সময় উরুর চোটে পড়েন তিনি। রোমা কোচ হোসে মরিনহো জানিয়েছেন, এই বছরে দিবালাকে মাঠে আর নাও দেখা যেতে পারে। স্বাভাবিকভাবেই নভেম্বরের বিশ্বকাপেও দিবালার অংশগ্রহণ অনিশ্চিত।

রোববার লেসসের বিপক্ষে ২-১ গোলে জেতে রোমা। পেনাল্টি থেকে রোমার জয়সূচক গোলটি করেন দিবালা। এরপরই তার বাম পায়ের উরুতে সমস্যা দেখা দেয়। খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোমতে মাঠ থেকে বের হন তিনি।

২২শে নভেম্বর বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপ সামনে রেখে নিজেকে পুরোপুরি তৈরি করছিলেন দিবালা।

রোমার হয়ে খেলছিলেনও দারুণ। চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় ১১ ম্যাচে ৭ গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি। মাত্র ৬ সপ্তাহ বাকি থাকতে উরুর ইনজুরি তার স্বপ্ন ভেঙে দিতে যাচ্ছে। বেঞ্চে বসে আইসপ্যাক ট্রিটমেন্ট নেয়ার সময় দিবালার চোখ থেকে অশ্রু ঝরছিল।
রোমা কোচ হোসে মরিনহো বলেন, ‘অবস্থা খারাপ মনে হচ্ছে। আমি এটাকে শুধু ‘খারাপ’ বলতে পারতাম। কিন্তু পাওলোর সঙ্গে কথা বলার পর মনে হচ্ছে ‘খুবই খারাপ’ ইনজুরি। আজ (সোমবার) ডাক্তারি পরীক্ষা হওয়ার কথা দিবালার। এরপরই বুঝা যাবে তার চোট কতোটা গুরুতর।