হবু মা আলিয়াকে মাধুরীর বিশেষ উপহার

সকাল থেকে কাপুর বাড়িতে সাজ-সাজ রব। একের পর এক গাড়ি এসে দাঁড়াচ্ছে বাড়ির সামনে। উপস্থিত হচ্ছেন অতিথিরা। সৌজন্যে আলিয়া ভাটের সাধ। মা হতে চলেছেন আলিয়া। এই আনন্দেই সরগরম আলিয়া এবং রণবীর কাপুরের পরিবার। নায়িকাকে সদ্য সাধ খাওয়ালেন মা সোনি রাজদান এবং শাশুড়ি মা নীতু কাপুর। এই বিশেষ দিনে অতিথিদের মধ্যে উপস্থিত হয়েছিল বলিউডের অনেক সেলিব্রেটি। দিয়েছেন অনেক নামিদামি উপহার।
তবে সেসব উপহারকে পেছনে ফেলে যেন এগিয়ে গেল মাধুরী দীক্ষিতের একটি উপহার। মাধুরী হবু মা আলিয়ার জন্য নিয়ে এসেছিলেন একটি গোপালের মূর্তি।

তা পেয়ে খুবই খুশি হন আলিয়ার মা নীতু কাপুর।
এদিকে আলিয়া রণবীরের মুক্তিপ্রাপ্ত ছবি ‘ব্রহ্মাস্ত্র’এবছর ব্যবসাসফল একটি ছবি। তাই পেশাগত আর ব্যক্তিগত উভয় দিক থেকেই বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে আলোচিত জুটি রণবীর আলিয়া।