বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন বিপিএ চট্টগ্রাম শাখার উদ্যোগে এক বৈজ্ঞানিক সেমিনার গত ২৯ সেপ্টেম্বর দুপুরে নগরীর চিটাগাং সিনিয়রস ক্লাবে অধ্যাপক ডাঃ ঝুলন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন বিপিএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ নাছির উদ্দীন মাহমুদ। এতে প্রবন্ধ ও প্রজেক্ট উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোহাম্মদ ফজলে মারুফ, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ ফারাহ চৌধুরী। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডাঃ দিদারুল আলম, অধ্যাপক ডাঃ ওয়াজির আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন অপসোনিন ফার্মা লিঃ এর সহকারী সেলস ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম। সভায় শিশু হৃদরোগের সুযোগ সুবিধা সৃষ্টির লক্ষে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। উক্ত গবেষণাপত্রে জানানো হয় প্রত্যেক ১০০০ শিশুর মধ্যে ২০ জন হৃদরোগে আক্রান্ত। সুষ্ঠু চিকিৎসার ব্যবস্থা করলে এদের অধিকাংশ সুস্থ হয়ে উঠতে পারে।