মুমিনের জন্য সকল ঈদের সেরা ঈদ ‘ঈদে মিলাদুন্নবী

গাউসিয়া কমিটি বাংলাদেশ ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও ১২নং চিকনদন্ডী ইউনিয়নের যৌথ উদ্যোগে পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে এক বিশাল জুলুস ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুমা অনুষ্ঠিত হয়েছে। আমান বাজার হতে শুরু হয়ে জুলুসটি হাটহাজারী মেইন রোড প্রদক্ষিণ করে ফতেয়াবাদ স্কুল ময়দানে এসে শেষ হয়। জুলুসে নেতৃত্ব দেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ হাফেজ মাওলানা সোলাইমান আনসারী, কেন্দ্রীয় গাউসিযা কমিটির যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। জুলুসে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর গাউসিয়া কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার এরশাদুল আলম হিরা, উত্তরজেলা গাউসিয়া কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব, হাটহাজারী উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হারুন সওদাগর, বায়েজিদ থানা গাউসিয়া কমিটির সহ-সাধারণ সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, অর্থ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, বায়েজিদ থানা ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মালেক, মুহাম্মদ সালামত উল্লাহ সহ ওয়ার্ড ও ১২নং চিকদন্ডী ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ। জুলুস শেষে ফতেয়াবাদ স্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তারা বলেন, মুমিনের জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদ-এ মিলাদুন্নবী (দ.)। মহানবী হযরত মুহাম্মদ মুস্তফা (দ.) এর দুনিয়ায় তশরিফ আনার পর সমস্ত অন্যায় পাপাচার দূরর্বিত করে একটি আলোকময় নতুন সূর্য্যরে উদিত হয়েছিল সেই দিন। সৃষ্টির সকল কিছুর জন্য মহানবীর (দ.) শুভাগমন এক মহা নিয়াতম হিসেবে আল্লাহ তায়াআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। বক্তারা সকলকে রাসূলে করিম (দ.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ বুকে ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান। পরে সালাত সালাম শেষে দেশ, বিশ্ববাসীর, শান্তি কল্যাণ কামনায় মুনাজাত করা হয়।