উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১১তম জন্মবার্ষিকী পালিত

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের বিখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১১তম জন্মবার্ষিকী বোয়ালখালী পৌরসভায় শিল্পীর বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে ভাস্কর্য চত্বরে পালিত হয়। এ উপলক্ষে আজ শনিবার (১ অক্টোবর) সকাল ১০টায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে শিল্পীর ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, সংগীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি প্রণব রাজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন শিল্পীর ছেলে আন্তর্জাতিক ঢোলবাদক লোকশিল্পী শ্রী বাবুল জলদাস।  শিল্পীগোষ্ঠীর পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র মোহাম্মদ জহুরুল ইসলাম জহুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শেখ আরিফ উদ্দিন জুয়েল, শ্রী স্বপ্না জলদাস, সংগঠনের সি-সহ-সাধারন সম্পাদক বিধান দাস, সহ-সাধারন সম্পাদক বকুল বড়ুয়া, কোষাধ্যক্ষ দোলন জলদাশ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ রকি, নির্বাহী সদস্য কালীপদ দাস, দীপা দাস, দেবী ঘোষ, অর্পিতা ঘোষ, সীমু দাস, প্রীতি দাস, বর্ষা দাশ, ঋত্বিকা দাস, রিপা দাস, রাধিকা দাস, মোঃ নুরুল আমিন, শ্রী গোপাল চন্দ্র জলদাস, রাখাল সরকার, শয়ন দাস, স্বপন চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিনয়বাঁশীর ঢোলবাদন মানুষের আত্মার সঙ্গে একীভূত হয়ে ভাবের মেলবন্ধন সৃষ্টি করতো। বিনয়বাঁশী আন্তর্জাতিক পরিমণ্ডলের শিল্পী, তাঁর জন্মে জাতি গর্বিত।
উল্লেখ্য বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস ১৯১১ সালে বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এ ঢোলবাদনের নৈপূর্ণতা ২০০১ সালে একুশে পদকে ভূষিত হন। ২০০২ সালের ৫ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।