কৃষ্ণাদের চুরি যাওয়া টাকা দেবে বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী ফুটবলারদের চুরি হওয়া টাকা পাওয়া না গেলে বাফুফে দিয়ে দেবে বলে জানিয়েছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয় বিষয়টি।
বুধবার দুপুরে দেশে ফেরে শিরোপাজয়ী নারী ফুটবল দল। ইতিহাস গড়া দলের আগমনে বিমানবন্দরে দেশের মানুষ যখন উচ্ছ্বাসে ব্যস্ত, সেই মুহূর্তে নারী ফুটবলাররা পান দুঃখজনক খবর। বাংলাদেশ নারী দলের দুই ফুটবলার কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের লাগেজ থেকে খোয়া যায় এক হাজার ৩০০ ডলার।
গতকাল সংবাদসম্মেলনে বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমাদের দুইজন খেলোয়াড়, একজন কৃষ্ণা রানী সরকার। তার ছিল ৯০০ ডলার। আরেকজন খেলোয়াড় শামসুন্নাহার সিনিয়র। তার ছিল ৪০০ ডলার। আমরা যখনই জানতে পারলাম তাদের এই টাকাগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সাথে সাথেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে শুধু জানিয়েছে এবং সিভিল এভিয়েশন অথরিটিকে জানানো হয়েছে।’
কিরণ বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সিভিল এভিয়েশন বিষয়টি নিয়ে অনুসন্ধান করছে। আমরা যেহেতু নেপাল থেকে এসেছি, এটা এখনই বলা মুশকিল আসলে ঘটনাটা কোথায় ঘটেছে। এটা আসলে এখনই বলা যাচ্ছে না।

উনারা বিষয়টা চেক করে তারপর জানাবেন।’
টাকা না পাওয়া গেলে বাফুফে কোনো পদক্ষেপ নেবে কি না, এমন প্রশ্নের জবাবে কিরণ বলেন, ‘ওরা বাচ্চা মেয়ে। ওদের কাছে তো এটা অনেক বেশি টাকা, তবে এই টাকাটা যদি কোনোভাবে না পাওয়া যায়, তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই পদক্ষেপ নেয়া হবে।’
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, বিষয়টি নিয়ে মতিঝিল ও বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সোহাগ বলেন, ‘আমরা সরাসরি সিভিল এভিয়েশন ও বিমানবন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। এমনকি আমরা দুটো জিডিও করেছি। মতিঝিল থানায় একটি জিডি করা হয়েছে এবং বিমানবন্দর থানায় আরও একটি জিডি করা হয়েছে। বিমানবন্দর অথরিটি ও সিভিল এভিয়েশন ইতোমধ্যে তদন্তের কাজ শুরু করছে। এছাড়া বাফুফে ভবনের সিসিটিভি ফুটেজও দেখা হবে প্রয়োজনে।’
বুধবার দুপুর সোয়া ২টায় কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরেন নারী ফুটবলাররা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতিহাসগড়া ফুটবলারদের বরণ করে নেয় হাজারো ফুটবলপ্রেমী। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ছাদখোলা বাসে ট্রফি নিয়ে ঢাকা শহর প্রদক্ষিণ করেন নারী ফুটবলাররা। পরে গণমাধ্যমকে কৃষ্ণা বলেন, ‘যেহেতু দেশে আসার পর আমাদের জন্য বড় ধরনের আয়োজন ছিল। এ জন্য আমরা আমাদের হ্যান্ডব্যাগটাও লাগেজের ভেতরে রেখেছিলাম। পরে যখন লাগেজ খুলি, দেখি ভেতরের ছোট ব্যাগের চেইন খোলা। ব্যাগের ভেতরে আমার ৯০০ ডলার, শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলারসহ আরো অনেকের কিছু ডলার ছিল। বাংলাদেশি টাকায় যার মূল্য আড়াই লাখ টাকার মতো। সেগুলোর কিছুই নেই ব্যাগের ভেতর।’

তালাবদ্ধ অক্ষত লাগেজ দেয়া হয়েছে: বিমানবন্দর কর্তৃপক্ষ

অভিযোগের সত্যতা খুঁজে পায়নি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বেলা ১টা ৪২ মিনিটে বিমান ল্যান্ড করার পর ১টা ৫৯ মিনিটে লাগেজ মেক-আপ এরিয়াতে লাগেজ ড্রপ করা হয়। ২টা ৮ মিনিটে সেটি সম্পন্ন হয়। এরপর বাফুফে প্রোটোকল প্রতিনিধি ও ২ জন টিম অফিসিয়াল লাগেজ সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমান কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে নেয়। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এই অভিযোগের সত্যতার প্রমাণ মেলেনি বলে নিশ্চিত হওয়া গেছে।’