হাটহাজারীতে মিয়াজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ ওসমান গণি মিয়াজী আর নেই। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওসমান গণি মিয়াজীর জন্মস্থান হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুতুন মিয়াজীর বাড়ী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার পিতার নাম মরহুম কোব্বাদ সওদাগর। তিনি আল সাহাবা মসজিদের সভাপতি ছিলেন।তার মৃত্যুতে পরিবার ও গ্রামবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মরহুমের নামাজে জানাজা আজ বুধবার বাদে জোহর মুহুরীহাট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।











