পেকুয়ায় প্রবাসীর বসতবাড়ি ও সীমানা ঘেরাও ভাংচুর

 

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় প্রবাসীর বসতবাড়ি ও বাড়ির সীমানায় দেয়া ঘেরা ভাংচুর করেছে দূর্বৃত্তরা। এমন অভিযোগ করেছেন ববারবাকিয়া নোয়াখালী পাড়া এলাকার ডুবাই প্রবাসী মফিজ অালমের স্ত্রী হাসিনা বেগম।

শনিবার (১৮মে) সকাল সাড়ে ৬টায় নোয়াখালী পাড়াস্থ প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসীর স্ত্রী হাসিনা বেগম বলেন, স্বামী প্রবাসে থাকায় সন্তাদের নিয়ে নোয়াখালী পাড়াস্থ বসতবাড়িতে বসবাস করে অাসছিলাম। ইতোমধ্যে একই এলাকার কামাল হোসেনের ছেলে মোঃ সাইমন, নুরুল হুদার পুত্র মোঃ মিরাজসহ অারো কয়েকজন চাঁদাদাবী করে অাসছিল। চাঁদা না দিলে বসতবাড়ি ভাংচুরসহ সন্তানদের অপহরণ করবে বলেও হুমকি দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় তাদের নেতৃত্বে মানিক, তৌহিদ, মোঃ হাবিবুল্লাহ, জমির, সাকিবসহ অারো কয়েকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বসতবাড়িতে হানা দেন। এক পর্যায়ে বসতবাড়িতে তান্ডব চালানোর পাশাপাশি সীমানায় দেয়া ঘেরা ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ঘটনার অাগে ও পরে ইউপি সদস্য সরওয়ার অালমকে বিষয়টি অবগত করি।

এবিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য সরওয়ার অালম বলেন, ঘটনার অাগে প্রবাসী মফিজের পরিবার হুমকির বিষয়টি অবগত করে। কিন্তু ঘটনার কেউ অবগত করেনি।

এবিষয়ে জানতে ওসি জাকির হোসেন ভূঁইয়া বলেন, লিখিত অভিযোগ পেলে অাইনগত ব্যবস্থা নেওয়া হবে।