খুটাখালীতে ট্রাক-মিনি পিকআপ মালিকের ইফতার ও আলোচনা সভা

কক্সবাজার প্রতিনিধি। কক্সবাজারের খুটাখালী-ইসলামপুর নাপিতখালী ট্রাক-মিনি পিকআপ মালিকদ্বয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে শনিবার বিকেলে খুটাখালী বাজারে শাহাব উদ্দীন কোম্পানির সভাপতিত্বে ও মাষ্টার আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম, সেলিম উদ্দীন, জসিম উদ্দীন, মাওলানা আমান উদ্দীন, ফারুকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা ও ইফতার মাহফিলে জেএমসি কোম্পানির বিভিন্ন অনিয়ম, সার্ভিসিং নিয়ে হয়রানি, সাড়ে ৩ লাখ টাকার ডাউন্ট পেমেন্টের গাড়ি ২ লাখ টাকায় হস্তান্তর, দূর্ঘটনা কবলিত গাড়ি সমুহের ইন্সুরেন্স বিড়ম্বনা, গাড়ির মালামালের মুল্য চড়া, প্রকৃত গাড়ির মালিকানা নিয়ে গড়মিল, গাড়ির ইয়ার ক্লিন, ডিজিটাল নাম্বার প্লেইট, টারবু সমস্য ও ইন্জিন ৮ মাসের মাথায় বিকল হয়ে যাওয়া নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন। বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও জেএমসি কোম্পানির গ্রাহক আরিফুল ইসলাম বলেন, গাড়ি আমাদের সম্পদ। বর্তমানে গাড়ির বিভিন্ন সমস্যা আমাদের জন্য বড় অভিশাপ। এ অভিশাপ থেকে মুক্তি পেতে হলে জেএমসি কোম্পানির সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সাম্প্রতিক সময়ে অনেক গাড়ি সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে। এতে কোম্পানির কোন ধরনের সহযোগিতা পাওয়া যায়নি। গাড়ির মালিক জসিম উদ্দীন বলেন, ডিজিটাল নাম্বার প্লেইট না থাকার কারনে সড়কে প্রতিনিয়ত ড্রাইভাররা হয়রানির শিকার হচ্ছে। চাইলে জেএমসি কোম্পানি বিভিন পরিবহন মালিকদের সাথে সমন্বয় করে মালিক পক্ষ নিয়ে বসলে হয়রানি হ্রাস পাবে। তিনি জেএমসি কোম্পানি সংশ্লিষ্টদের মালিক শ্রমিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে পরিবহনখাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে দাবী করেন। শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা আমান উদ্দীন। এসময় খুটাখালী-ইসলামপুর নাপিতখালীর ২ ডজনাধিক জেএমসি কোম্পানির গ্রাহক মালিক উপস্থিত ছিলেন।