ইউরোপে তীব্র তাপপ্রবাহ, দেশে দেশে দাবানল

দক্ষিণ পশ্চিম ইউরোপে চলছে তীব্র তাপপ্রবাহ। এরফলে সেখানকার দেশগুলোতে দেখা দিচ্ছে দাবানল। এরইমধ্যে দাবানল ভয়াবহ রূপ ধারন করেছে ফ্রান্স, পর্তুগাল আর স্পেনে। পাশাপাশি আগামী দিনগুলোতে ‘চরম তাপপ্রবাহের’ পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস৷ এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে জানানো হয়, তাপপ্রবাহ নিয়ে সতর্কতা জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন৷ পর্তুগালের পাঁচটি এলাকায় জুলাই মাসে তাপমাত্রা ছিল রেকর্ড ৪৭ ডিগ্রি সেলসিয়াস৷ শুক্রবার উত্তর ও মধ্যাঞ্চলের এলাকাগুলোতে রেড এলার্ট জারি করা হয়েছে৷ বিভিন্ন জায়গায় দাবানল নেভাবে দুই হাজার দমকলকর্মী কাজ করে যাচ্ছে৷ শুক্রবার আগুন নেভাতে গিয়ে ব্রাগাঙ্কা অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চালক৷ এ পর্যন্ত দাবানলে একজন নিহত ৬০ জন আহত হয়েছে এবং নয়শ’ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷

স্পেনে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস৷ স্পেনে ৮-১০ জুলাই এই তিন দিনে তীব্র দাবদাহে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে৷ মালাগার কয়েকটি এলাকায় দাবানল দেখা গেছে৷ সেখান থেকে হাজার হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে৷

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে শুক্রবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস৷ বৃটেনের আবহাওয়া অধিদপ্তর চরম তাপপ্রবাহের কারণে রেড ওয়ার্নিং জারি করেছে৷ ২০১৯ সালে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল৷ তবে এবার সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃটেনে হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। আশঙ্কা রয়েছে, গরমে অসুস্থ হয়ে প্রচুর রোগী ভর্তি হবে সেখানে। ট্রেনগুলোও জানিয়ে দিয়েছে, অনেক যাত্রা বাতিল হতে পারে৷ আয়ারল্যান্ডেও ‘ওয়ার্ম ওয়েদার’ সতর্কতা জারি করা হয়েছে৷ বেলজিয়ামেও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷