আল্লাহতায়ালার রহমতের দরজা খোলার বিশেষ মুহূর্তগুলো

যাবতীয় প্রশংসা কেবলই আল্লাহ তাআলার যিনি সমগ্র জগতের মালিক  রব আর সালাত  সালাম নাযিল হোক আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরযিনি সমস্ত নবীগণের সরদার  সর্বোচ্চ সম্মানের অধিকারী আরও নাযিল হোক তার পরিবারপরিজন  সমগ্র সাথীসঙ্গীদের ওপর

মুমিন বিশ্বাস করে তার ইহকালীন  পরকালীন জীবনের শান্তিস্থিতিসাফল্য  মুক্তি নির্ভর করে আল্লাহর দয়া  অনুগ্রহের ওপর তার সব ইবাদত  আরাধনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টিদয়া  অনুগ্রহ লাভ করা আর হাদিসে এমন কিছু সময়  আমলের কথা বলা হয়েছেযা বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ত্বরান্বিত করে তার কয়েকটি তুলে ধরা হলো

বান্দার জন্য আল্লাহতায়ালার রহমতের দরজা সব সময় খোলা আল্লাহতায়ালা বলেন, ‘তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবোসূরা গাফের ৬০ তারপরও সবকিছুতেই যেমন বিশেষত্ব থাকে আল্লাহর নিকট প্রার্থনারও একান্ত কিছু সময় আছে সেগুলোকে হাদিসের ভাষায় আসমানের দরজা উম্মোচনের সময় বলে অভিহিত করা হয়েছেহাদিসের ভাণ্ডার থেকে এমন কিছু সময়  আমলের কথা বলা হয়েছেযখন আল্লাহতায়ালা বান্দার জন্য তার রমহতের দরজা খুলে দেন

জোহরের পূর্বমুহূর্তে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেননিশ্চয়ই আসমানের দুয়ারসমূহ খুলে দেওয়া হয় সূর্য মধ্যাকাশ থেকে পশ্চিমাকাশের দিকে হেলে পড়ার সময় এরপর জোহরের নামাজ