ভারতে ১২ দিনে ২৩ লাখ স্বাস্থকর্মী ভ্যাকসিন নিয়েছেন

ভারতে ভ্যাকসিন নিতে অনীহা আছে, এই গুজবকে নস্যাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন যে, ১২ দিনে ২৩ লাখ স্বাস্থকর্মী ভ্যাকসিন নিয়েছেন, আরও নেবেন। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সভায় বক্তব্য রাখার সময় মোদি এই কথা বলেন। তিনি জানান, ভারতে করোনা টিকা গ্রহণে অনাগ্রহের কথা অযথা ছড়ানো হচ্ছে। বিশ্বের ১৫০টি রাষ্ট্র ভারতে তৈরি ভ্যাকসিন ব্যবহার করছে। সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের পর আরো ভারতীয় ভ্যাকসিন আসছে বলে মোদি জানান। তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশ উর্ধ মানুষদের এই টিকা দেয়া হবে যাদের কো মরবিডিটি নেই। তিনি এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন জানিয়ে মোদি বলেন, দয়া করে ভ্যাকসিন সম্পর্কে গুজব ছড়াবেন না।