প্রবাসীর স্ত্রীর জননীর রহস্যজনক মৃত্যু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের রামনাথ পাড়ার প্রবাসী বিষু মহাজনের স্ত্রী পিংকি মহাজন (৩০) তার স্বামী বিষু মহাজনের ঘরের পেছনের বারান্দ্বার চালার সাথে গলায় রশি দিয়ে ফাসঁ লাগিয়ে আর্ত্নহত্যা করে বলে তার শ^াশুর বাড়ীর লোকজন জানান । প্রবাসী বিষু মহাজনের স্ত্রী পিংকি মহাজন বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেয় । ঋনের কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় এনজিও কর্মকর্তা, কর্মীদের কাছে অপমানিত হওয়ায় গলায় রশি ঝুলিয়ে আর্ত্নহত্যা করে বলে জানান তার বড় জাঁ কৃষ্ণা মহাজন । পিংকি মহাজনের সাথে তার প্রবাসী স্বামী বিষু মহাজনের সাথে ফোনে কথা বলার সময়ে গত ২২ নভেম্বর রবিবার রাতে ঝগড়া হয় বলে জানান এলাকার লোকজন । এলাকার লোকজন আরো জানান পিংকি মহাজনের সাথে তার এক জাঁর ঝগড়া হয় । স্থানীয় মেম্বার শীতল শীল বলেন,

২৩ নভেম্বর সোমবার সকালে পিংকি মহাজন আত্নহত্যা করেছে মর্মে আমাকে সংবাদ দিলে আমি রাউজান থানার পুলিশকে জানায় । পুলিশ ঘটনাস্থলে এসে ফাসিঁতে ঝুলানো অবস্থা থেকে পিংকি মহাজনের লাশ উদ্বার করে । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, পিংকি মহাজনের লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়ছে । এ ব্যাপারে পিংকি মহাজনের আর্ত্নহত্যার ঘটনার ব্যাপারে রাউজান থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে ।