চোখ ভালো রাখবে টিসিএলের নতুন ডিসপ্লে

ই-বুক রিডারদের জন্য এনএক্সটিপেপার নামের একটি ডিসপ্লে আনার ঘোষণা দিয়েছে টিসিএল। ফুল এইচডি ডিসপ্লেটি পেপার পড়ার মতো অনুভূতি দেবে ব্যবহারকারীকে।

ব্রাইটনেস, ব্লু লাইট কমাতে এতে রয়ছে স্ক্রিন ও পেপারের সমন্বয়ে তৈরি একটি ইফেক্ট যা কাজ করবে ই-ইঙ্কের মতো। তবে ই-ইঙ্ক ইফেক্টের চেয়ে এর কালার কনট্রাস্ট হবে ২৫ শতাংশ বেশি। ডিসপ্লেটি প্রাকৃতিক আলো ব্যবহার করবে ফলে চোখের উপর চাপ পড়বে না। ‌

প্রচলিত এলসিডি ডিসপ্লের চেয়ে এনএক্সটিপেপার ৩৬ শতাংশ বেশি পাতলা হবে। ডিভাইসের ব্যাটারির খরচও ৬৫ শতাংশ কমাবে। এই প্রযুক্তির ডিসপ্লের আকার বড় হবে বলে শুধু ট্যাব ও ই-বুক রিডারেই তা দেখা যাবে। স্মার্টফোনে এই ডিসপ্লে ব্যবহার করবে না চাইনিজ কোম্পানিটি টিসিএল।

অদূর ভবিষ্যতেই ডিসপ্লেটি বাজারে আসবে। তবে চলতি বছরের শেষে নাকি আগামী বছরের শুরুতে তা জানায়নি টিসিএল।