শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকাল

উপমহাদেশের অন্যতম শীর্ষ আলেম, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার প্রধান মুহাদ্দিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান, শেরে মিল্লাত, শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী হুজুর আজ বিকাল ৫ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শেরে মিল্লাত , মুফতি ওবাইদুল হক নঈমীর মৃত্যুতে শোকের ছায়া নেমে

এসেছে বৃহত্তর চট্টগ্রামের সুন্নি জনতার মাঝে । আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃপক্ষ নঈমী হুজুরের জানাজার সময়সূচী উনার পরিবারের সাথে আলোচনা করে পরে ঘোষনা করবেন ।

শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী’র মৃত্যু : তথ্যমন্ত্রীর শোক
দেশের অন্যতম শীর্ষ আলেম, আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর চেয়ারম্যান চট্টগ্রামের ঐতিহ্যবাহি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৬ জুলাই) বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী ও ৫ সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রেখে গেছেন আল্লামা ওবায়দুল হক নঈমী। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। সোমবার দুপুরে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে আল্লামা নঈমী’র ইন্তেকালের খবরে শোকের ছায়া নেমে আসে চট্টগ্রামে।
শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তিনি ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গছেন। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তথ্যমন্ত্রী।

 

শায়খুল হাদিস ওবায়দুল হক নঈমী মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক উদ্যোগ এর আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী

উপমহাদেশের অন্যতম শীর্ষ আলেম, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার প্রধান মুহাদ্দিস
শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমীর ইন্তেকালে(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছি। আল্লাহ মরহুমকে জান্নাত নসিব করুন।