ওমানে করোনায় হাটহাজারীর অধিবাসির মৃত্যু

ওমান প্রতিনিধিঃ
করোনা আক্রান্ত হয়ে ওমানের মাস্কাটে হাটহাজারীর মোহাম্মদ এনাম আহম্মেদ চৌধুরী (৫৬) নামের এক ব্যক্তি ইন্তেকাল করেছেন,ইন্নালিল্লাহে—রাজেউন।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোরের দিকে ওমানের মাস্কাটস্থ “রয়েল হাসপাতালে” তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে এনামের শ্বাসকষ্ট দেখা দিলে তাকে মাস্কাটস্থ রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম সমিতি ওমান পরিবার করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া এনামের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী সিআইপি সবাইকে রেমিটেন্স যোদ্ধা মরহুম আকবরকে মহান আল্লাহ যেন জান্নাত দান করেন সেই দোয়া করতে অনুরোধ জানান। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার মন্দাকিনি গ্রামের ফতে আলী চৌধূরী বাড়ীর মরহুম এনাম কে ওমানের মাস্কাটে দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১৮ জুন বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে রুইয়ের বাসিন্ধা চট্টগ্রাম সমিতি ওমানের সম্মানিত উপদেষ্টা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকার সন্তান এস এম আকবরও করোনা আক্রান্ত হয়ে মাস্কাটস্থ অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন।