এই মুহূর্তে খাগড়াছড়িতে আর কোনো করোনা রোগী নেই

বেশ কিছুদিন করোনাভাইরাস (কভিড-১৯) মুক্ত থাকার পর নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যক্তির করোনা ধরা পড়ার পর খাগড়াছড়ি জেলাও করোনার তালিকায় যুক্ত হয়। তবে এবার সেই রোগী সুস্থ হয়ে ওঠায় ফের করোনামুক্ত হলো খাগড়াছড়ি জেলা।

খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন নূপুরকান্তি দাশ জানিয়েছেন, পরপর দুইবার পরীক্ষায় ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির নেগেটিভ এসেছে।

তিনি নারায়ণগঞ্জ থেকে গত ১৮ এপ্রিল খাগড়াছড়ির দীঘিনালায় আসেন। সেখানে তাকে একটি বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়।

সিভিল সার্জন বলেন, শুক্রবার দ্বিতীয়বার পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। পরপর দুইবার নেগেটিভ আসায় এই মুহূর্তে খাগড়াছড়িতে আর কোনো কোভিড-১৯ রোগী নেই।