ইরানে বিক্ষোভে নিহত ৮৩, গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার ৯ ইউরোপীয়

ইরানে তৃতীয় সপ্তাহে গড়াল মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ। এতদিন পরেও বিক্ষোভ চলছে সমান গতিতে। দেশের কয়েক ডজন শহরে মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে। বিক্ষোভ দমনে কঠোর অবস্থানে থাকা পুলিশের গুলিতে প্রান হারিয়েছে কমপক্ষে ৮৩ জন। এ খবর দিয়েছে ফ্রান্স২৪।

এদিকে বিবিসি জানিয়েছে, চলমান বিক্ষোভের মধ্যেই ইরানি গোয়েন্দারা ইউরোপের বিভিন্ন দেশের অন্তত নয় জন নাগরিককে আটক করেছে। যাদের আটক করা হয়েছে তারা ‘বিদেশি সংস্থার গুপ্তচর’ এবং চলমান বিক্ষোভের পেছনে তাদের হাত আছে বলে সন্দেহ করছে ইরানি গোয়েন্দারা। যদিও তাদের ঠিক কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনও জানায়নি ইরান। আটক হওয়া এসব ব্যক্তিরা পোল্যান্ড, সুইডেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং নেদারল্যান্ডসের নাগরিক বলে ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

তারা বলছে, জার্মান, ফ্রান্স, বৃটিশ ও সুইডিশ দূতাবাসকে তাদের এজেন্টদের চলমান সরকার বিরোধী আন্দোলনে অংশ নেয়ার বিষয়ে সতর্ক করা হয়েছিলো। ইরান আরও দাবি করেছে যে, বিক্ষোভ চলার সময় এবং এর আগেও কয়েকবার আন্দোলন তৈরি ও বিশৃঙ্খলাকে উষ্কে দেয়ার জন্য ষড়যন্ত্র করা হয়েছে।