পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জিতলো শ্রীলঙ্কা। ফাইনালে ২৩ রানে জয় পায় লঙ্কানরা। পেসার মদুশান চার ও লেগস্পিনার হাসারাঙ্গা নেন তিন উইকেট। বাকি দুই উইকেট নেন করণারত্নে।

এশিয়া কাপে টানা পঞ্চম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ বাবর আজম। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৫ রানে আউট হন পাকিস্তানি অধিনায়ক। লঙ্কান পেসার প্রমোদ মদুসানের দেয়া লেগ স্টাম্পের বাইরের বলে শট হাঁকাতে গিয়ে ক্যাচ দেন বাবর। পরের বলেই পরিষ্কার বোল্ড হয়ে পাকিস্তানের ওপর চাপ বাড়ান ফখর জামান। এতে ৩.৩তম ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২/২-এ। যদিও এসময় স্কোর বোর্ডে জমা হওয়া রানে বড় অবদান ছিল শ্রীলঙ্কারই।

বোলিংয়ে শ্রীলঙ্কার শুরুটা ছিল ভোগান্তির। ইনিংসের প্রথম ডেলিভারিটি ছিল ‘নো বল’।

পরে টানা পাঁচটি ওয়াইড বল করেন পেসার মদুশঙ্ক। এর একটি ডেলিভারি থেকে আসে বাউন্ডারি।