সীতাকুণ্ডে মাহবুবুর রহমান (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের কাছাকাছি একটি ভবন থেকে মরদেহটি উদ্ধার করে।
মাহবুবুর রহমান লক্ষ্মীপুর জেলার সদর থানার ইউসুফপুর গ্রামের আবিদুর রহমানের ছেলে। তিনি পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) নির্মল ত্রিপুরা বলেন, নিজ কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, মাহবুব মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে মারা যাওয়ার আগে একটি চিরকুটও লিখে যায়।









