জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর মহিলা দল।
চট্টগ্রাম মহানগর মহিলাদলের সাবেক সভানেত্রী মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদিকা জেলী চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহানগর মহিলাদলের সাবেক সহ সভাপতি খালেদা বোরহান, মারিয়া সেলিম, প্রচার সম্পাদক দেওয়ান মাহমুদা লিটা, সহ সাধারণ সম্পাদক জিন্নাত রাজ্জাক, সহ সাংগঠনিক তাসলিমা আহম্মেদ, সমাজ কল্যান সম্পাদক ফারহানা জসীম, সহ প্রচার সম্পাদক রোকসানা মাধু, সহ সাধারণ সম্পাদক জাহানারা চৌধুরী, আকবর থানার সাবেক সাধারন সম্পাদক জোহুরা বেগম, মহিলাদল নেত্রী নাসিমা আলম, পারভিন আকতার ফারহানা, নার্গিস চৌধুরী, এড. আয়েশা আকতার সানজি, রিনা বেগম, রুমা, কমলা, ফরিদা ইয়াসমিন, জাহানারা বেগম প্রমুখ। সভাপতির বক্তব্যে মনোয়ারা বেগম মনি বলেন, বর্তমান সরকারের কোন সাজানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না। বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় যেতে পারবেনা। দেশে সার, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এসময় জেলী চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহবন্দী করে রেখেছে এই সরকার। তাই আগামী দিনে খালেদা জিয়াকে মুক্ত করতে মহিলা দল আর ঘরে বসে থাকবে না। বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য মহিলা দল রাজপথে থাকবে।









